ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লিফটে আটকা কিশোর, ৯৯৯-এ ফোন করে উদ্ধার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৪ মার্চ ২০২১

প্রায় একঘণ্টা আটকে থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রাইভেট ক্লিনিকে লিফট থেকে আমির হামজা (১৩) নামের এক কিশোরকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

রোববার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে জেলা শহরের রেড ক্রিসেন্ট ও সুপার ক্রিসেন্ট হাসপাতাল ভবনের তৃতীয় তলা থেকে তাকে উদ্ধার করা হয়।

আমির হামজা জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগরের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে ও চম্পকনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

jagonews24

লিফটে আটকে থাকার বিষয়ে কিশোর আমির হামজা বলে, ‘আমার মা গত ১২ মার্চ থেকে সুপার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জরায়ু সমস্যায় ভুগছেন। বেলা ১১টার দিকে হাসপাতালের লিফটে উঠি। এসময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আমি লিফটে আটকা পড়ি। তখন আমি চিৎকার করে সহায়তা চাই। প্রচণ্ড গরমে খুব কষ্টে দরজা টেনে সামান্য ফাঁক করে শ্বাস ফেলেছি। পরে ফায়ার সার্ভিসের লোকজন আমাকে উদ্ধার করেন।’

সুপার ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক নিপু ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালে এক রোগীর সঙ্গে এক বাচ্চাকে পাওয়া যাচ্ছিল না। বাচ্চাটি সম্ভবত লিফটে উঠতেছিল। এসময় বৈদ্যুৎ চলে যাওয়ায় লিফটে আটকে যায় শিশুটি। আমরা ৯৯৯-এ কল দিলে দমকল বাহিনীর সদস্যরা এসে উদ্ধার করে।’

ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর লিডার জুয়েল মিয়া বলেন, ‘আমরা ৯৯৯ থেকে কল পেয়ে দ্রুত হাসপাতালটিতে পৌঁছাই। পরে আমরা ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হই। সে এখন সুস্থ আছে।’

এসআর/জেআইএম