ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে তালতলীতে করোনার টিকা কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১৪ মার্চ ২০২১

অবশেষে বরগুনার তালতলীতে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল–কবির জোমাদ্দার।

এ সময় আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী, ডা. ফাইজুর রহমান, নুরুল আমিন টিপু, প্রধান সহকারী মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা দেয়া শুরু করে স্বাস্থ্য বিভাগ। কিন্তু প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি না থাকায় তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা ক্যাম্প স্থাপন করা হয়নি। গত দেড় মাস ধরে এ উপজেলার মানুষকে দীর্ঘ ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাশের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা দিতে হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ‘তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকা ক্যাম্প স্থাপন করে টিকা কার্যক্রম শুরু করেছি।’

তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজবি-উল করিব জোমাদ্দার বলেন, ‘করোনা টিকা নিয়ে তালতলী হাসপাতাল টিকা ক্যাম্পের টিকা কার্যক্রম শুরু করেছি। এখন আর তালতলীর মানুষের কষ্ট করতে হবে না।’

আরএইচ/জেআইএম