ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আলা উদ্দিন হত্যায় থানায় মামলা হয়েছে কি-না জানাতে ওসিকে নির্দেশ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৪ মার্চ ২০২১

নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত সিএনজিচালক আলা উদ্দিন হত্যার ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি-না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক এইচএম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন।

এর আগে রোববার দুপুর ১টার দিকে বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে নিহত আলা উদ্দিনের ভাই এমদাদ হোসেন আদালতে মামলাটি দায়ের করেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ হাওলাদার।

jagonews24

মামলায় মেয়র আবদুল কাদের মির্জা ছাড়াও তার ছোটভাই শাহাদত হোসেন, ছেলে তাসিক মির্জাসহ ১৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আর ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ৯ মার্চ কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের বিবদমান কাদের মির্জা ও বাদল গ্রুপের সংঘর্ষে আলা উদ্দিন নিহতের ঘটনায় কোম্পনীগঞ্জ থানায় মামলা দায়ের করেন তার ভাই এমদাদ হোসেন। তবে থানা মামলা নেয়নি। এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার নোয়াখালী আদালতে মামলা দায়ের করবেন বলে জানিয়েছিলেন বাদী।

অন্যদিকে গত ৮ মার্চ বসুরহাট রূপালী চত্বরে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করতে গেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে লাঞ্ছিত করেন কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারীরা। এ ঘটনায় তার স্ত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীনও আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

এসআর/এমকেএইচ