২৬ মণ জাটকা জব্দ, মাদরাসা ও এতিমখানায় বিতরণ
মুন্সিগঞ্জের লৌহজেংয়ে ২৬ মণ ১০ কেজি জাটকা জব্দ করেছে মৎস্য অফিস। রোববার (১৪ মার্চ) উপজেলার পদ্মা নদী সংলগ্ন কবুতরখোলা চরে অভিযান চালিয়ে স্পিডবোট থেকে এসব জাটকা জব্দ করা হয়
এ সময় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত একটি স্পিডবোট জব্দ ও আকরাম ঢালী নামের একজনে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্পিডবোটে থাকা ৭টি গ্যালনে ১৫০ কেজি করে মোট ১ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিকে জরিমানা ও জব্দকৃত জাটকা স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা