ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নেশার টাকা না পেয়ে মাকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেছেন মাদকাসক্ত ছেলে। রোববার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় মাদকাসক্ত ছেলে মাসুদ মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। গুরুতর আহত সায়েরা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়ার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে মাদকাসক্ত মাসুদ মিয়া তার মা সায়েরা বেগমের কাছে মাদক কেনার জন্য টাকা চান। টাকা দিতে অপারগতা প্রকাশ করেন সায়েরা বেগম। এনিয়ে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঘর থেকে বের করে দিতে চাইলে মা সায়েরা বেগমকে মারধর শুরু করেন মাসুদ। এসময় ঘরে থাকা একটি বঁটি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় সায়েরাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সায়েরা বগেম জানান, ছেলে মাসুদ মিয়া মাদকের টাকার জন্য প্রতিদিন অত্যাচার করতেন। অত্যাচার থেকে বাঁচার জন্য খুব কষ্ট করে টাকা জোগাড় করে দিতেন। আজ টাকা দিতে না পারায় ঘরের কাপড়-চোপড়ে আগুন লাগিয়ে দেয়ার হুমকি দেন। পরে বঁটি দিয়ে কোপ দেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন মাসুদকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মাসুদকে নবীনগর থানায় নিয়ে আসে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত সায়েরা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে ঘাতক মাসুদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এসআর/এমকেএইচ