ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাঠ পোড়ানোয় ইটভাটা বন্ধ, জরিমানা

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২১

রাঙামাটিতে নিষিদ্ধ ড্রাম চিমনির ব্যবহার, কাঠ পোড়ানো, পাহাড়, টিলা ও ফসলি জমির মাটি কেটে ইট তৈরির অভিযোগে একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন।

রোববার (১৪ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন এ নির্দেশ দেন।

jagonews24

এ সময় তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবত ইটভাটাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। আইনের কোনো নিয়মই মানছে না তারা। অভিযানের ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

শংকর হোড়/আরএইচ/এমকেএইচ