কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা সভা ডেকেও স্থগিত করলেন ইউএনও
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সহিংস পরিস্থিতিতে আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকেও পরে তা স্থগিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর।
সোমবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণ দেখিয়ে রোববার (১৪ মার্চ) বিকেলে ১৭ মার্চ ও ২৫-২৬ মার্চ পালনের প্রস্তুতি সভায় সোমবারের আইনশৃঙ্খলার সভা স্থগিতের ঘোষণা দেন তিনি।
ইউএনও জিয়াউল হক মীর রোববার রাত ১০টার দিকে এ ব্যাপারে জাগো নিউজকে বলেন, সভা স্থগিত করা হলেও এলাকায় কাউকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে দেয়া হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা মোতায়েন রয়েছে।
রোববারের বৈঠকে উপস্থিত এক সদস্য জানান, উপজেলা নির্বাহী অফিসারের ডাকা বৈঠকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, মেম্বারদের অনেকেই উপস্থিত হচ্ছেন না। হয়তো এ কারণে আইনশৃঙ্খলার সভা স্থগিত করা হতে পারে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে জানান, আওয়ামী লীগের সহিংসতার ঘটনায় মেয়র আবদুল কাদের মির্জার পক্ষে তার দুই অনুসারীর দেয়া মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, প্রায় সকল ইউপি চেয়ারম্যানরা আসামি হয়ে এখন আত্মগোপনে। এ অবস্থায় সভায় যোগ দেয়ার প্রশ্নই আসে না।
থানায় খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের তিন মামলা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের এক মামলা, কাদের মির্জার অনুসারীদের দুই মামলায় নামোল্লেখ করা সহস্রাধিক আসামি রয়েছেন। এদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সক্রিয় স্থানীয় নেতাকর্মী।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ২ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৩ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৪ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৫ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত