‘এখতিয়ারবহির্ভূত’ হওয়ায় কাদের মির্জার দ্বিতীয় মামলা ফেরত
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুর কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলার আবেদন এখতিয়ারবহির্ভূত হওয়ায় ফেরত দিয়েছেন আদালত।
সোমবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর আমলি আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান এ আদেশ দেন।
এর আগে, দুপুরে আদালতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরকে প্রধান আসামি করে ৯৭ জনের নাম উল্লেখ করে এ মামলার আবেদন করেন বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের স্ত্রী ও কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান আরা পারভীন।
মামলার বাদী পক্ষের আইনজীবী হারুন অর রশিদ হাওলাদার জানান, দাখিলকৃত মামলার আবেদনটি দ্রত বিচার আইনে করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট আদালতে দাখিলকৃত মামলা এখতিয়ার বহির্ভূত হওয়ায় ফেরত দেন।
তিনি আরও জানানা, তারা আগামীকাল দ্রুত বিচার আদালতে মামলাটি পুনরায় দাখিল করবেন।
এ ঘটনায় মামলার বাদী আরজুমান আরা বলেন, ‘কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ কাদের মির্জাকে বাদ দিলেই মামলা নেয়ার কথা জানায়। পরে দুপুরে আদালতে মামলাটি দায়ের করা হয়।’
এরআগে আলা উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রোববার একই আদালতে আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। পরে আদালত এই হত্যার ঘটনায় কোনো থানায় মামলা হয়েছে কি-না, তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অবহিত করার জন্য কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাতে নির্দেশ দেন।
এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দুই ভাগিনা মঞ্জু ও রাহাতসহ ১০৫ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নম্বর আমলি আদালতে বাদী সালাউদ্দিন পিটনের করা মামলার অভিযোগ গ্রহণ করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী শংকর চন্দ্র ভোমিক জানান, গত ১৯ মার্চ চাপরাশির হাট বাজারে মিজানুর রহমান বাদল সহ এহাজার নামীয় ১০৫ জন অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মিজানুর রহমান/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ২ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৩ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৪ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৫ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত