খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ গ্রেফতার
ফাইল ছবি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আল আমিন (২৭) নামের এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, আইডি কার্ড, রিফ্লেক্টিভ ভেস্ট, পুলিশ মনোগ্রাম সম্বলিত মাস্ক ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
সোমবার (১৫ মার্চ) রাতে উপজেলার ঘোলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মঙ্গলবার (১৬ মার্চ) সকালে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ পরিচয়দানকারী আল আমিন সিরাজদিখান উপজেলার হুগলি গ্রামের আব্দুল লতিফ শেখে ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ঘোলতলী গ্রামের এক মহিলার কাছে পুলিশ পরিচয়ে দুই হাজার টাকা দাবি করেন তিনি। টাকা না দিলে তার স্বামীকে মাদক মামলায় গ্রেফতার করা হবে বলেও হুমকি দেন। এসময় তার কথায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে লৌহজং থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, আটক আল আমিনের বিরুদ্ধে লৌহজং থানায় চাঁদাবাজি এবং মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা