নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত, আহত ১
নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বেগমগঞ্জ থানার এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান (৩১), ফেনী জেলার বাসিন্দা।
এ দুর্ঘটনায় জাহিদ নামে আরো এক (এসআই) গুরুত্বর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চুঙ্গার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৭টার দিকে মাইজদী বাজার থেকে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ থানায় যাওয়ার পথে চুঙ্গার পোল এলাকায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে দু’জন (এসআই) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান