আড়তে নেয়ার সময় ২৫ মণ জাটকা জব্দ
মুন্সিগঞ্জ লৌহজংয়ে আড়তে নেয়ার সময় ২৫ মণ জাটকা মাছ জব্দ করেছে মাওয়া নৌ-পুলিশ। বুধবার (১৭ মার্চ) সকাল ৬টায় লৌহজংয়ের মাওয়া মাছ বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরে অভিযান চালিয়ে এই মাছগুলো জব্দ করা হয়।
এসব মাছের বাজার মূল্য তিন লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল কবির বলেন, নদী থেকে ধরা জাটকা মাছ মাওয়া মৎস্য আড়তে নেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাওয়া মাছ বাজার এলাকা সংলগ্ন নদী তীরে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এসময় জাটকা বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পরে সকাল ১০টায় উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে এসব জাটকা স্থানীয় মাদরাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসএমএম/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা