ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘বাংলাদেশ নামের সঙ্গে বঙ্গবন্ধু নামটি সবসময় উচ্চারিত হবে’

মোংলা (বাগেরহাট) | প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৭ মার্চ ২০২১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, ‘বাংলাদেশ নামের সঙ্গে বঙ্গবন্ধুর নামটি সবসময় উচ্চারিত হবে। তার কারণে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামটি স্থান পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতায় দুর্দম গতিতে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে’।

বুধবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মোংলা উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী এ কথা বলেন।

jagonews24

এসময় তিনি আরও বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ সারা বিশ্বের কাছে বাংলাদেশের এক অনন্য ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধুর আদর্শিক চেতনাকে পাথেয় করে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় পৌঁছাবে। সেদিন জাতির জনকের স্বপ্ন শতভাগ বাস্তবায়িত হবে’।

এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমলেশ মজুমদার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী প্রমুখ।

এর আগে সকাল ৯টায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নেতৃত্বে র‍্যালি সহকারে পৌর পার্কে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর তিনি শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটেন।

সকাল সাড়ে ৯টায় উপমন্ত্রী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরশাদ হোসেন রনি/এসএমএম/এমএস