দুর্বৃত্তদের আগুনে পুড়ল ১২শ’ মণ আলু
মুন্সিগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ১২শ’ মণ আলু পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আঁধারা ইউনিয়নের রাঢ়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক খোকন দেওয়ানের দুটি এবং দেলোয়ার দেওয়ান, সালাউদ্দিন চৌধুরী ও আব্দুল হাই চৌধুরীর একটি করে আলুর স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কৃষক খোকন দেওয়ানের ভাতিজা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুরুজ মিয়া বলেন, ‘গভীর রাতে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আলুর স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। পাঁচটি স্তূপে থাকা প্রায় ১২শ’ মণ আলু পুড়ে নষ্ট হয়ে যায়। এতে ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছি।’

তিনি আরও বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা আগে কখনো হয়নি। তবে যারাই এরসঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা