ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে গলায় ছুরি ঠেকিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৪:০৫ এএম, ২০ মার্চ ২০২১

মাদারীপুরের শিবচর উপজেলায় দোকানে ডেকে নিয়ে গলায় ধারালো ছুরি ঠেকিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সোহান মাদবর (২০) নামে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণ পেশায় মুরগি ব্যবসায়ী এবং ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী।

রোববার (১৪ মার্চ) সোহান নিজের দোকানের ভেতরে এ ঘটনা ঘটায় এবং বিষয়টি কাউকে জানালে শিশুটিকে জবাই করার ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। শিশুটি একটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ভুক্তভোগী শিশুটি বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল। একটি মুরগি দেয়ার কথা বলে সোহান তাকে ডেকে দোকানে নিয়ে গলায় ধারালো ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

এদিকে, শিশুটি বাড়ি ফিরে ভয়ে কাউকে না জানিয়ে তার রক্তমাখা কাপড় লুকিয়ে রাখে। ওইদিনই সে অসুস্থ হয়ে পড়ে। ৩-৪দিন পর তার মা ঘরের কোণে রক্তমাখা কাপড় দেখে জিজ্ঞাসা করলে শিশুটি ধর্ষণের ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

অভিযুক্ত সোহানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে শিশুটির বাবা বাদী হয়ে শিবচর থানায় ধর্ষণ মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নির্যাতিত শিশুটির স্বজনরা।

এ বিষয়ে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় শিবচর থানায় একটি মামলা করেছে শিশুটির বাবা। অভিযুক্ত সোহান মাদবর পলাতক। পুলিশ তাকে গ্রেফতারের জন্য কাজ করছে।

নাসিরুল হক/এসএস