ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে শুঁটকির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২১ মার্চ ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগুনে পুড়ে গেছে পাইকারি শুঁটকির গুদাম ঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

রোববার (২১ মার্চ) দুপুরে জগন্নাথপুর সদর বাজারের পুরাতন শুঁটকি পট্টির একটি গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

jagonews24

গুদামের মালিক মজবিল আলী জাগো নিউজকে বলেন, ‘হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে ছুটে এসে দেখি আমার সব কিছু আগুনে পুড়ে গেছে। কীভাবে আগুনে লেগেছে তা জানি না। গুদামে ১০০ মটকা শুঁটকি ছিল। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আল মামুন জাগো নিউজকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রাসহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।’

লিপসন আহমেদ/এসজে/জিকেএস