ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশি হেফাজতে নেয়ার পথে দুর্ঘটনা-কবলিত প্রাইভেটকারে আগুন

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২১ মার্চ ২০২১

রোববার (২১ মার্চ) সকালে পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পড়ে একটি প্রাইভেটকারের চাকা খুলে যায়। এতে প্রাইভেটকারের তিন যাত্রী সামান্য আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আর দুর্ঘটনা-কবলিত কারটি দুপুরে পুলিশি হেফাজতে নেয়ার সময় তাতে আগুন ধরে যায়। চাকাহীন গাড়ি ট্রাকে বেঁধে নেয়ায় সড়কে ঘষা খেয়ে আগুন ধরে যায় বলে স্থানীয়রা জানান।

পুলিশ জানায়, রোববার সকালে ঈশ্বরদী উপজেলার পাঠশালা মোড় এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে তিনজন যাত্রীসহ একটি প্রাইভেটকার চাকা খুলে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় স্থানীয়রা গাড়িতে থাকা তিনজনকে কিছুটা আহতাবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পাকশি হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তারা গাড়িটি উদ্ধার করে দুপুরে হাইওয়ে থানায় নেয়ার ব্যবস্থা করে। থানায় নেয়ার পথে দাশুড়িয়া বাজার এলাকায় আসার পর কারটিতে আগুন লেগে যায়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, দাশুড়িয়া বাজারে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে। অবশ্য এর আগেই স্থানীয়রা আগুন নেভান। তবে গাড়িটির বেশকিছু অংশ পুড়ে গেছে।

গাড়িতে আগুন লাগার কারণ জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনা-কবলিত গাড়িটি একটি ট্রাকের পেছনে বেঁধে পাকশী হাইওয়ে থানায় নেয়া হচ্ছিল। কিন্তু গাড়িটির চাকা না থাকায় রাস্তার সঙ্গে গাড়ির বডির ক্রমাগত ঘষা লাগছিল। জোরে শব্দ হওয়ায় দূর থেকে শোনা যাচ্ছিল। এক পর্যায়ে গাড়িটি দাশুড়িয়া বাজার এলাকায় আসলে হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর ব্যবস্থা করেন।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গাড়িতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, পাঠশালার মোড়ে দুর্ঘনায়-কবলিত গাড়িতে আগুনের বিষয়টি তিনি জানেন। বর্তমানে গাড়িটি ফাঁড়ি পুলিশের হেফাজতে রয়েছে। যাত্রীরা সুস্থ হয়ে এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমিন ইসলাম/এসআর/জেআইএম