ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাগরিক সংবর্ধনা পেলেন একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২১ মার্চ ২০২১

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ রাজনৈতিক ফজলুর রহমান খান ফারুককে নাগরিক গণসংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (২১ মার্চ) মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।

মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা বক্তব্য রাখেন।

jagonews24

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবালে সঞ্চালনায় অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সাহা, উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলি সাদিক, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ফজলুর রহমান খান ফারুক বলেন, ‘মির্জাপুরবাসী আমাকে যে ভালোবাসা সম্মান দিল, তাতে আমি অভিভূত। একুশে পদকপ্রাপ্তিতে আমি যে সম্মান পেয়েছি সেই সম্মান মির্জাপুরবাসীর কপালে লেপন করে গেলাম।’

jagonews24

ফজলুর রহমান খান টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদ সদস্য ও দেশ স্বাধীন হওয়ার পর ৭৩ সালের নির্বাচনে মির্জাপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এস এম এরশাদ/আরএইচ/এমকেএইচ