ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৩ মার্চ ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মো. মুরশেদ আলী নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. মুরশেদ আলী চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার বীরশ্বেদপুর এলাকার মৃত আরশেদ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সুপার জানান, মো. মুরশেদ আলী ভ্রাম্যমাণ আদালতের দেয়া ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। মাদক সেবনের দায়ে তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।

গত বছরের নভেম্বর মাসের ২৬ তারিখে জেলা কারাগারে আসেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এফএ/জিকেএস