ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৩ মার্চ ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে আলিমুল মোল্লা (২০) নামে এক যুবককে খুন করা হয়েছে। তিনি বাইমহাটী গ্রামের সেলু মোল্লার ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাইমহাটী গ্রামের যমুনা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে যমুনা ক্লিনিকের সামনে বাইমহাটী গ্রামের আমানউল্লাহর ছেলে সাব্বির আলিমুলকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুরে মির্জাপুরের দেওহাটা পৌঁছার পর তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এরশাদ/এফএ/জেআইএম