ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক মন্ত্রীর ছেলেসহ শতাধিক ব্যক্তির নামে হত্যা মামলা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৬ মার্চ ২০২১

সিরাজগঞ্জের এনায়েতপুরে আওয়ামী লীগ কর্মী আব্দুল জলিল হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস ও চার ভাতিজাসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে নিহতের চাচা শ্বশুর ও সদিয়া চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজারা হলেন- নান্নু বিশ্বাস, বাবলু বিশ্বাস, লাবু বিশ্বাস ও ঠান্ডু বিশ্বাস।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজুগড়া গ্রামের আব্দুল হামিদ বিশ্বাসের ছেলে নান্নু বিশ্বাসকে প্রধান আসামি করে ৭২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৩০ জনের বিরুদ্ধে রাতে মামলাটি রেকর্ড হয়েছে।

ওসি আতাউর আরও জানান, এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ মামলার এজাহার নামীয় একজনসহ চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৪ মার্চ) বিকেলে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোট গণনা শেষে দু’পক্ষের সংঘর্ষে নিহত হন আব্দুল জলিল (৩৮)।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে নিহত জলিলকে ৬ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য দাবী করে থানা আওয়ামী লীগ।

ইউসুফ দেওয়ান রাজু/এসজে/এমকেএইচ