ফেনীতে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ফেনীতে মো. সুজন (১৯) নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মার্চ) সকালে শহরের পশ্চিম উকিলপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন সুজনসহ তার পরিবারের সদস্যরা শহরের রামপুর সওদাগর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকালে শহরের পশ্চিম উকিল পাড়ার বখতেয়ার ভূঁইয়া বাড়ির মনোয়ার হোসেন দুলালের পুরাতন বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
নিহত সুজন লক্ষীপুর জেলার রামগতি থানার চর কলা কোপাল গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে।
নিহতের মা খোদেজা আক্তার জানান, তার ছেলে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে ঘরে ফিরেনি। তাকে রাতেই কেউ হত্যা করে আত্মহত্যার নাটক করছে। আমার ছেলের সাথে কারো বড় কোন বিরোধ নেই।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।’
আরএইচ/জেআইএম