ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ৫৬৭ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৭ মার্চ ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৬৭ বোতল ফেনসিডিলসহ বাবু আলী (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকালে উপজেলার শাহবাজপুরের শিয়ালমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাবু শিবগঞ্জের শাহবাজপুর এলাকার শিয়ালমারা মধ্যপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, শিবগঞ্জের শাহবাজপুর মধ্যপাড়া গ্রামের শিয়ালমারা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় ডা. দেলোয়ার আমবাগানে মাদকদ্রব্য বেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল ভোর ৫টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ বাবু আলীকে গ্রেফতার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসএমএম/এমকেএইচ