ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হরতালের প্রভাব নেই পাটুরিয়া ও আরিচা ঘাটে

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০২:২২ পিএম, ২৮ মার্চ ২০২১

হেফাজতের ডাকা হরতালের প্রভাব নেই মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে। রোববার (২৮ মার্চ) সকাল থেকেই ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে এই দুই ঘাটে।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, অন্যান্য দিনের মতো রোববার সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে। তবে অন্যদিনের তুলনায় দূরপাল্লার কোচ এবং যাত্রী পারাপার হচ্ছে কম।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, হরতালে ফেরি ও লঞ্চঘাটে কোনো প্রভাব পড়েনি। দু’ঘাটেই পারাপার স্বাভাবিক রয়েছে। হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরিচা ও পাটুরিয়া ঘাট এবং ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বি.এম খোরশেদ/এসএমএম/এমএস