মুন্সিগঞ্জে ১৫০ মণ জাটকা জব্দ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া নৌ পুলিশ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে ১৫০ মণ জাটকা জব্দ ও চারজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও স্পিডবোট জব্দ করা হয়েছে।
রোববার (২৮ মার্চ) ভোর ৬টায় উপজেলার শিমুলিয়াঘাটে একটি পিকআপ ভ্যান থেকে ৮০ মণ জাটকা জব্দ ও চারজনকে আটক করে নৌ পুলিশ।
এদিকে একইদিন ভোর ৫টায় কোস্টগার্ডের অভিযানে উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে একটি স্পিডবোটসহ ৭০ মণ জাটকা জব্দ করা হয়।
আটকরা হলেন, রমজান, নুর আলম, নাসির ফরাজী ও পিকআপচালক হৃদয়।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবির বলেন, শিমুলিয়াঘাট থেকে ঢাকায় জাটকা নেয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে ভোর ৬টায় অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ ভ্যানে ১৩ ড্রাম জাটকা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত চারজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া সকাল ১০টায় জাটকাগুলো স্থানীয় মাদরাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
মাওয়া কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা রেদোয়ান বলেন, বিশেষ অভিযানে ভোর ৫টায় উপজেলার কবুতরখোলা সংলগ্ন পদ্মা নদীতে একটি স্পিডবোট থেকে ১৩ গ্যালন ভর্তি ৭০ মণ জাটকা জব্দ করা হয়। তবে এসময় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
এসএমএম/এমএস