পশুর নদীতে ফের কয়লাবোঝাই জাহাজডুবি
মোংলার পশুর নদীতে আবার ডুবে গেছে কয়লাবোঝাই এমভি ইফতি মাহমুদ নামক একটি লাইটার জাহাজ।
অতিরিক্ত স্রোতে মঙ্গলবার দুপুরে বন্দর জেঠি সংলগ্ন ক্রিক বয়া থেকে লাইটার জাহাজটি ছুটে গিয়ে অন্য একটি লাইটারে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন লাইটারের ১০ নাবিক।
মোংলা বন্দর লাইটার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে বন্দরের হারাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে মঙ্গলবার সকালে ক্রিক বয়ায় বেঁধে রাখা হয় জাহাজটি। আজ বিকেলে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এর আগে ২৭ ফেব্রুয়ারি রাতে মোংলা পশুর নদীতে ৭শ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিবি-১১৪৮ নামক একটি লাইটার জাহাজ।
এরশাদ হোসেন রনি/এফএ/জেআইএম