ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে দুই মহল্লাবাসীর সংঘর্ষ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২১

সিরাজগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে শহরের হোসেনপুর বাগানবাড়ি ও হোসেনপুর দক্ষিণ মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসিবুল ইসলাম বলেন, ‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, ‘সংঘর্ষ এড়াতে ওই দুটি মহল্লায় পুলিশ মোতায়েন রয়েছে।’

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস