ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৮১০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ৩১ মার্চ ২০২১

পটুয়াখালীর বসাক বাজার এলাকা থেকে ১৮১০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মাঈনুল হোসেন লিংটন নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বুধবার (৩১ মার্চ) বিকেল ৫টায় পটুুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোকসানা পারভিন এ রায় দেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ এপ্রিল সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে ১৮১০ বোতল ফেনসিডিলসহ মো. মঈনুল হোসেন লিংটনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদি হাসান তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় দেন।

এসআর/জেআইএম