ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিঁধ কেটে শিশু চুরি!

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০১ এপ্রিল ২০২১

টাঙ্গাইলে সিঁধ কেটে দুই মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩১ মার্চ) গভীর রাতে সখীপুরে উপজেলার শোলাপ্রতিমা গ্রামে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুটির নাম জুনায়েদ। তার বাবা আছির উদ্দিন পেশায় একজন ট্রাকচালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শোলাপ্রতিমা গ্রামের আছর উদ্দিন পেশায় একজন ট্রাকচালক। পেশাগত কাজে তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকেন। প্রতিদিনের মতো বুধবার তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে হঠাৎ জেগে দেখেন তার পাশে থাকা দুই মাস বয়সী শিশুপুত্র জুনায়েদ নেই। এসময় খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি ঘরের এক কোণে সিঁধ কাটা দেখেন।

প্রতিবেশী ফিরোজা বেগম বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে দেখি শিশুটির মা কল্পনা বেগম কান্নাকাটি করছেন। পরে দেখি মেঝেতে একটি দা পড়ে রয়েছে এবং ঘরের এক কোণে সিঁধ কাটা।’

শিশুর দাদা জামাল উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস