ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০১ এপ্রিল ২০২১

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি উপজেলার পান্তাপাড়া এলাকায় তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই দুঘর্টনা ঘটে। এ ঘটনায় বিক্ষুদ্ধরা ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।

নিহতরা হলেন-মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর গ্রামের মিন্টু গাজীর ছেলে আরাফাত গাজী (২২) ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার টরকী এলাকার আলা উদ্দিন ফকিরের ছেলে তুহিন ফকির (২৫)। এরা সর্ম্পকে খালাতো-মামাতে ভাই হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বরিশালগামী মটরসাইকেলের সঙ্গে মাদারীপুরগামী সার্বিক কোম্পানির একটি তেলের লরির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা আরাফাত গাজী লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী তুহিন ফকিরকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি আটক করে।

এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, লরিটি আটক করে হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। ঘটনাস্থলে ডাসার থানা পুলিশ রয়েছে। বিক্ষুদ্ধরা কিছু সময় মহাসড়ক অবরোধ করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এ কে এম নাসিরুল হক/এসআর/জিকেএস