ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাইক থামিয়ে কথা বলছিলেন ফোনে, ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ১২:২৯ পিএম, ০২ এপ্রিল ২০২১

পাবনায় বালুবাহী ট্রাকের চাপায় বাবা আলমগীর হোসেন (৩৮) ও মেয়ে সিনহা (৬) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মা নাসরিন আক্তার (৩২) । তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ এপ্রিল) সদর উপজেলার তারাবাড়িয়া বাজারে সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল কবীর জানান, আলমগীর হোসেন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল করে পাবনা শহর থেকে সুজানগরের দিকে যাচ্ছিলেন। পথে তারাবাড়িয়া বাজার এলাকায় পৌঁছালে আলমগীরের ফোনে কল আসার পর তিনি মোটরসাইকেল থামান। এরপর তিনি মোটরসাইকেলে বসেই কথা বলছিলেন। এসময় বালুবাহী একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়।

PABNA-PHOTO

এতে ঘটনাস্থলেই বাবা আলমগীর ও মেয়ে সিনহা মারা যায়। গুরুতর আহত হন আলমগীর হোসেনরে স্ত্রী নাসরিন। স্থানীয়রা তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। আহতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করে।

আমিন ইসলাম/এসএমএম/এমএস