ধানক্ষেতে মিলল ৩ সন্তানের জননীর মরদেহ
টাঙ্গাইলে পলিমা বেগম (৪০) নামের তিন সন্তানের জননীর অর্ধ উলঙ্গ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিম পাড়া এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পলিমা বেগম স্বামী পরিত্যক্তা ছিলেন। তার দুই মেয়ে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করে ও ছেলে নবম শ্রেণির ছাত্র। তারা সেখানেই থাকে। বাড়িতে একাই থাকতেন করতেন পলিমা বেগম।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, ‘দুপুরে পলিমা বেগমের অর্ধ উলঙ্গ মরদেহ বাড়ির পাশে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।’
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার আসল কারণ জানা যাবে।’
আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম