ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যাত্রী নিহত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৪:০১ এএম, ০৩ এপ্রিল ২০২১

সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর থানার বহুলী ইউনিয়নের ধীতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদের (৪৪) বাড়ি উপজেলার শিবনাথপুর গ্রামে। এ ঘটনায় তার ছেলে আহত হয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ধীতপুর এলাকায় সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদের মৃত্যু হয়। বাকি দুজন শঙ্কামুক্ত। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসএস