বকশিশ না পেয়ে ভোমরায় পণ্য লোড-আনলোড বন্ধ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। ব্যবসায়ীরা দু’বার লেবার বিল দিতে রাজি না হওয়ায় বন্দরের শ্রমিকরা ট্রাক থেকে পণ্য ওঠানো নামানো বন্ধ করে দেন।
শনিবার (৩ এপ্রিল) দুপুর থেকে ব্যবসায়ীরা পণ্য খালাসে লেবারদের না ডাকায় এ অচলাবস্থা তৈরি হয়। আজ দ্বিত্বীয় দিনের মতো লোড-আনলোড বন্ধ রয়েছে।
ভোমরা স্থলবন্দরের শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, ট্রাক প্রতি লেবার ঠিকাদাররা তাদের বিল দেন ৩৮০ টাকা। প্রায় ৪০ টন পণ্য খালাসে এই টাকা কিছুই না। সংসার চালাতে হিমশিম খেতে হয় শ্রমিকদের।
এতদিন ট্রাক প্রতি ৫ থেকে ৭শ টাকা বকশিশ দিতেন ব্যবসায়ীরা। এই বকশিশের টাকা বন্ধ করে দেয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছেন। এছাড়া সকাল থেকে তাদের কোনো দলকে কাজে ডাকাও হচ্ছে না।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, প্রতি টন পণ্য খালাসে ৭২ টাকা করে পরিশোধ করতে হয় ব্যবসায়ীদের। এরসাথে লেবারদের ট্রাক প্রতি বকশিশ দিতে হয় ৫ থেকে ৮শ’ টাকা। বাড়তি এই বকশিসের টাকা গোণা সম্ভব নয়, বিধায় তারা লেবার ডাকা বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এফএ/এমএস