ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৪ হাজার কেজি জাটকা গেল এতিমখানায়

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৪ এপ্রিল ২০২১

মুন্সিগঞ্জে চার হাজার কেজি জাটকাসহ ১৩ জনকে আটক করেছে জেলা মৎস্য অফিস। রোববার (৪ এপ্রিল) সদর উপজেলার উত্তর চরমুশরা, দক্ষিণ চরমুশরা ও মুন্সীরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে আটক প্রত্যেককে দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেজবাউল সাবেরিন।

jagonews24

মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘ভোর থেকে অভিযান চালিয়ে এসব এলাকায় ২০টি ড্রামভর্তি জাটকা জব্দ করে ১৩ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।’

আরএইচ/এমকেএইচ