ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই যুবক আটক

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৪ এপ্রিল ২০২১

কুড়িগ্রামের রৌমারীতে তিন হাজার ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের রফিয়াল হকের ছেলে শাহিন আলম (২৪) ও একই ইউনিয়নের বেহুলার চর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সোহাগ (২০)।

jagonews24

জামালপুর র‍্যাব-১৪ এর ক্যাম্প অধিনায়ক কর্নেল সবুজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় তিন হাজার ২০০ পিস ইয়াবাসা শাহিন আলম ও সোহাগকে আটক করা হয়। আসামি ও জব্দকৃত মালামাল রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।’

রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আটক আসামিদের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

মো. মাসুদ রানা/আরএইচ/এমকেএইচ