ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ বহনকারী দুই পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:৩৩ এএম, ০৫ এপ্রিল ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ বহনকারী দু’টি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ পুলিশ সদস্য। আহতদের মধ্যে ১০ জন জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (৫ এপ্রিল) সকাল ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জেলা পুলিশ জানায়, সকালে জেলা পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যদের নিয়ে তিনটি পিকআপ ডিউটিতে বের হয়। সামান্য দূর যাওয়ার পরই বিপরীত দিক থেকে আসা ঢাকার মহাখালীগামী ইকোনা পরিবহনের একটি বাসের সঙ্গে দু’টি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন।

jagonews24

আহতদের স্থানীয়দের সহযোগিতায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে হাসপাতালে ভর্তি করা হয় ১০ জনকে।

এই বিষয়ে সকাল সাড়ে ৯টায় খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেনে মুঠোফোনে কল দেয়া হলে তিনি কিছু জানেন না বলে জানান।

তবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, পুলিশ বহনকারী দুইটি পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষ হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

এসএমএম/এমকেএইচ