লকডাউন কার্যকরে তৎপর মাদারীপুরের প্রশাসন
সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিন জেলার পৌর শহরের পুরানবাজার, নতুন শহর, ইটেরপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানো হয়। স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হয়েছে।
জানা যায়, লকডাউনের প্রথম দিন মাদারীপুরে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় ইজিবাইক, অটোরিক্সায় যাত্রীরা যাতায়াত করছে। অন্য দিনের তুলনায় সাধারণ মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি। সকাল থেকে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মিয়াসহ প্রশাসনের বেশ কয়েকটি টিম শহরের গুরুত্বপূর্ণ স্থানে যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় লকডাউনের প্রথম দিন হওয়ায় কাউকে আর্থিক জরিমানা ও সাজা দেয়া হয়নি। তবে আগামীকাল (মঙ্গলবার) থেকে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
এছাড়া মাদারীপুরের শিবচর পৌরসভার বিভিন্ন সড়কে পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁশদিয়ে আটকিয়ে যানচলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে কাঁচামালসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক ও ভ্যানগাড়ি চলাচলের অনুমতি রয়েছে।
এ কে এম নাসিরুল হক/আরএইচ/এএসএম