ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাদের মির্জার অনুসারী শ্রমিকলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১১:০২ এএম, ০৬ এপ্রিল ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মির্জা কাদেরের অনুসারী এক শ্রমিকলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬এপ্রিল) দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটক শ্রমিকলীগ নেতা জাকির হোসেন ওয়াসিম (৩৩) একাধিক মামলার আসামি। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ভুলু বেপারী বাড়ির নুরনবীর ছেলে এবং উপজেলা শ্রমিকলীগের সদস্য। তিনি মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এফএ/জিকেএস