সিরাজগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার, গ্রেফতার ৩
সিরাজগঞ্জের তাড়াশে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
বুধবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বৈদ্যনাথপুর গ্রাম থেকে বিষ্ণুমূর্তি সাদৃশ্য কষ্টিপাথরটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, তাড়াশ উপজেলার কুসুমদী এলাকার শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রী রাম সরকার (৩৮), পেঙ্গুয়ারী এলাকার নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন (৪০) ও বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৫০)।
র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান বলেন, বৈদ্যনাথপুর গ্রামে চোরাকারবারিরা কষ্টিপাথর বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় কালো রংয়ের (৩৩.৫ কেজি) বিষ্ণুমূর্তি সাদৃশ্য কষ্টিপাথরটি উদ্ধার করে ওই চক্রের তিনি সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত অসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা