দুই প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, মাদরাসাশিক্ষক গ্রেফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে এক মাদরাসা শিক্ষক গ্রেফতার হয়েছেন।
বুধবার (৭ এপ্রিল) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি নুরানি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার শিক্ষকের নাম জাহিদুল ইসলাম (৩০)। তিনি ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। এছাড়া ভেলাবাড়ি নূরানি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার সাবেক ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ হাসিনা ও মোদির ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন জাহিদুল ইসলাম। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার জাহিদুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।
রবিউল হাসান/জেডএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সুন্দরবনে পর্যটনবাহী সব নৌযান চলাচল বন্ধ, ফিরে যাচ্ছেন পর্যটকরা
- ২ পাবনায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
- ৩ চাকরি দিতে ঘুস, সাবেক রেল কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- ৪ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দেবেন: এ্যানি
- ৫ বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা