ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাগানে মিলল মস্তকবিহীন দুই যুব‌কের লাশ

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৮ এপ্রিল ২০২১

ভোলায় এক‌টি বাগান থে‌কে মস্তকবিহীন অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। চরফ‌্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নির হো‌সেন মিঞা বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন।

বৃহস্প‌তিবার (৮ এ‌প্রিল) দুপুর‌ দেড়টার দি‌কে ভোলার চরফ‌্যাশন উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের আসলামপুর গ্রা‌মের ভুঁইয়ার বাগান নামক এলাকা থে‌কে লাশ দুটি উদ্ধার করা হয়।

ওসি জানান, বৃহস্প‌তিবার দুপু‌রে স্থানীয়রা ওই দুই যুব‌কের মস্তকবিহীন লাশ দে‌খে পু‌লি‌শে খবর দেন। খবর পে‌য়ে আমরা লাশ দুটি উদ্ধার ক‌রি। ত‌বে নিহত‌দের মস্তকবিহীন থাকায় কেউ তা‌দের পরিচয় শনাক্ত কর‌তে পা‌রে‌নি। তা‌দের বয়স আনুমা‌নিক ৩৫ থে‌কে ৪০ বছ‌রের ম‌ধ্যে হ‌বে।

তি‌নি আরও জানান, লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন‌্য ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এছাড়াও পু‌রো বিষয়‌টি তদন্ত চল‌ছে।

জু‌য়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম