ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শাহিনুরের মেডিকেলে ভর্তির দায়িত্ব নিলেন যুবলীগ নেতা দিনার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১০ এপ্রিল ২০২১

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ার অসহায় কৃষকের ছেলে শাহিনুর রহমানের দায়িত্ব নিয়েছেন শাহজাদপুর উপজেলা যুবলীগ নেতা আশিকুর রহমান দিনার।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) মেডিকেলে সুযোগ পেয়েও দুশ্চিন্তায় শাহিনুর শিরোনামে সংবাদ প্রকাশিত হয় জাগো নিউজে। সেটি নজরে এলে শনিবার (১০ এপ্রিল) শাহিনুরের ভর্তির দায়িত্ব নেন ওই যুবলীগ নেতা।

শনিবার সকালে মুঠোফোনে শাহিনুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে তার মেডিকেলে ভর্তির দায়িত্ব নেন যুবলীগ নেতা আশিকুর রহমান দিনার। এ সময় তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি।

এ সময় তিনি বলেন, ছেলেটি আমার পার্শ্ববতী উপজেলা উল্লাপাড়ার সন্তান। আমার ভাইয়ের মতো বিবেচনা করে তার শিক্ষাজীবন শেষ করা পর্যন্ত সাধ্যানুযায়ী পাশে থাকার ইচ্ছা পোষণ করেছি।

মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে শাহিনুর রহমান বলেন, আমি আনন্দিত, খুবই খুশি। সত্যিই আমার স্বপ্নপূরণ হচ্ছে। বাবার স্বপ্ন আর মায়ের অনুপ্রেরণায় আার আজকের এ সাফল্য। আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় পড়ালেখার জন্য অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। অনেক অসুবিধার মধ্যে থাকলেও আমি চেয়েছিলাম পড়াশুনায় ভালো রেজাল্ট করে সমাজের অসহায় বঞ্চিতদের পাশে দাঁড়াতে। একই সাথে স্কুল-কলেজের শিক্ষকদের সহায়তার কথাও স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, শাহিনুর রহমান এ বছর মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এএসএম