চাঁপাইনবাবগঞ্জে যুবককে ছুরিকাঘাতে খুন
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি ঝাপাইপাড়ায় ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. হৃদয় হাসান (২৭) নামে এক যুবক। শনিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় হাসান ওই এলাকায় মেসবাউল হকের ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে হৃদয় তার ওষুধের দোকানে ছিলেন। এ সময় একই এলাকার মো. রাজ্জাকের ছেলে মো. সুমন তার বুকে চাকু মেরে পালিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়। পরীক্ষা-নীরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই তিন মাস আগে স্লেজিং করা নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য হয়। পরে সেটি মিমাংসাও হয়।
তবে হঠাৎ করে শনিবার সুমন হৃদয়ের বুকে চাকু মেরে পালিয়ে যায়। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকারীকে খুঁজতে পুলিশের অভিযান চলছে।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি