ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাস্ক না পরায় ৩৪০০ টাকা জরিমানা গুনলেন তারা

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১২ এপ্রিল ২০২১

করোনা সংক্রমণরোধে মাস্ক না পরায় গাজীপুরে ১১ পথচারীকে তিন হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা মাস্ক না পরে রাস্তায় চলাফেরা করছিলেন।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও কালিয়াকৈর থানার পুলিশ উপস্থিত ছিল।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, কালিয়াকৈরে জনগণকে সচেতন করতে ইতোমধ্যে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। সেই কার্যক্রমের অংশ হিসেবে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ১১ জনকে তিন হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম