ক্যানেলের পানিতে মিলল অঙ্গার মরদেহ
কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির অঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামে জিকে ক্যানেলের পানি থেকে ভাসমান অবস্থায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ক্যানেলে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তির অঙ্গার মরদেহটি উদ্ধার করে। লাশের পরণে ফুলহাতা শার্ট ও লুঙ্গি ছিল।
তিনি আরও জানান, মরদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর দুর্বৃত্তরা পোড়া মরদেহটি ক্যানেলে ফেলে দিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম