জয়পুরহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ইব্রাহীম হোসেন (৩) ও হামজালা (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
তারা হলেন, জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন ও শাহিনুর রহমানের ছেলে। সর্ম্পকে তারা চাচাতো ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পার্শে একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে ওই দুই শিশু পানিতে পড়ে যায়। বেশ কিছু সময় ধরে ওই দুই শিশুর কোনো খোঁজ না যাওয়ায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু হামজালার বাবা শাহিনুর পুকুরে হামজালার জুতা ভাসতে দেখে। এ সময় তিনি পুকুরে নেমে পরপর ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের