কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার রাম ঘড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে জসিম উদ্দিন (৩০) ও সদর উপজেলার কুচাইতলী এলাকার ফিরোজ মিয়ার ছেলে বাবলু (৩২)।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌয়ারা এলাকায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. কামাল উদ্দিন/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি