ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিস্কুটের কারখানায় আগুনে প্রাণ গেল কর্মচারীর

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৮ এপ্রিল ২০২১

বাগেরহাট শহরের একটি বিস্কুটের কারখানায় অগ্নিদগ্ধ হয়ে আজিম শেখ নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০ দিকে শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারি নামের ওই কারখানায় অগ্নিকাণ্ডে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে কারখানার বিপুল পরিমাণ তৈরি খাদ্য ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

মারা যাওয়া আজিমের বিস্তারিত পরিচয় পুলিশ জানাতে পারেনি। তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) মো. শাহজাহান সিরাজ জানান, খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শটসার্কিট থেকে কারখানার ভেতরে থাকা রান্নাঘরের তুষকাঠে প্রথমে আগুন লাগে। কিন্তু কারখানার আশপাশে পানির সহজ কোনো উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

শওকত আলী বাবু/এফএ/এমএস