ফেসবুকে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় কারাগারে যুবক
ফাইল ছবি
নেত্রকোনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ছড়িয়ে দেয়ার অভিযোগে রাসেল মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ এপ্রিল) ভোরে জেলার আটপাড়া উপজেলার জয়নগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি একসঙ্গে এবং বঙ্গবন্ধুর ছবি আলাদাভাবে বিকৃত করেন। পরে সেই ছবিগুলো ফেসবুকে ও বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে দেন। বিষয়টি পুলিশের নজরে আসলে তাকে গ্রেফতারি করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/আরএইচ/এমকেএইচ