ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার
জয়পুরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে আমানুল্লাহ আমান (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) রাতে কালাই উপজেলার বিয়ালা এলাকা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমানুল্লাহ আমান উপজেলার বিয়ালা মধ্যপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।
পুলিশ জানায়, আক্কেলপুরের গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম সাজু তার ফেসবুক অ্যাকাউন্টে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী ও হেফাজতে ইসলামী বাংলাদেশের নেতা মামুনুল হককে নিয়ে একটি পোস্ট করেন। তার এ পোস্টে আমানুল্লাহ আমান নামের আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পরবর্তীতে এ মন্তব্যটি ভাইরাল হয়ে যায়।
এ ঘটনায় একইদিন রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তফিকুল ইসলাম তৌহিদ কালাই থানায় বাদী হয়ে অভিযোগ করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে । এ মামলায় একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে।
রাশেদুজ্জামান/এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ